আমাকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমাকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২৯, ২৪ জানুয়ারি ২০২৬

ঢাকা-৮ আসনে যত বাধাই আসুক না কেন, কোনো পরিস্থিতিতেই এই আসন ছাড়বে না ১০ দলীয় জোট—এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “লক্ষ হাদি যদি এই আসনে দাঁড়ায়, তবুও আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না।”

একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে কড়া ভাষায় তিনি বলেন, ব্যক্তিগতভাবে বিরোধিতা করার ইচ্ছা তাদের নেই। তবে কেউ যদি তাকে উসকানি দেয় বা অযথা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে, তাহলে তার ফল ভালো হবে না।

অতীতের রাজনৈতিক লড়াইয়ের উদাহরণ টেনে তিনি বলেন, যারা একসময় ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের পরিণতি সবাই দেখেছে। তাই তার সঙ্গে হালকাভাবে আচরণ না করার হুঁশিয়ারিও দেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) এক নির্বাচনি প্রচারণা সমাবেশে এসব বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের হাতে প্রচুর অর্থ রয়েছে এবং সেই অর্থ ব্যবহার করে তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তার দাবি, গাড়িতে করে হকিস্টিক ও স্ট্যাম্প বহন করা হচ্ছে—এমন খবর তারা পাচ্ছেন।

এমনকি গুলিস্তানে এসব সামগ্রী সংকট দেখা দিয়েছে বলেও তিনি কটাক্ষ করেন। এরপর তিনি বলেন, “খেলা হলে খেলা হোক, দেখা যাবে কে কীভাবে খেলতে পারে। ভয় দেখিয়ে বা হত্যা করে আমাদের থামানো যাবে না। একজন হাদি শহীদ হয়েছেন, কিন্তু প্রয়োজনে লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে—তবুও আমরা এই ৮ আসন ছাড়ব না।”

বিএনপির প্রতি ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, অতীতে বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হলেও বর্তমান নেতৃত্ব তাদের কষ্টের কথা যথাযথভাবে তুলে ধরে না।

বরং যারা জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের বিদেশ থেকে এনে মনোনয়ন দিচ্ছে, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, এ ধরনের সিদ্ধান্তের দায় জনগণ একদিন না একদিন আদায় করবেই।

বক্তব্যের শেষ অংশে তিনি বলেন, তাদের রাজনীতির মূল লক্ষ্য হলো এলাকার চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান ঘটানো। এটাই বাংলাদেশের জন্য ইতিবাচক রাজনীতি। এসব অপকর্মের কারণে যেন আর কোনো ওসমান হাদি শহীদ না হন, সেই লক্ষ্যেই তারা মাঠে আছেন বলে উল্লেখ করেন তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement