আইসিসির ঘোষণা: বাংলাদেশের স্থলে খেলবে স্কটল্যান্ড
Published : ২১:০১, ২৪ জানুয়ারি ২০২৬
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়েছে। বাংলাদেশ জাতীয় দলের পরিবর্তে এবার বিশ্বকাপে অংশগ্রহণ করবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্থানে স্কটল্যান্ডকে অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে টুর্নামেন্টে অংশগ্রহণে অনিচ্ছুকতা প্রকাশ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসি জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য ২০ দলের টুর্নামেন্টে ভারতের কোনও স্থানে বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো যাচাইযোগ্য বা বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। বিসিবির অনুরোধে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর দাবি আইসিসি প্রত্যাখ্যান করেছে।
আইসিসি জানিয়েছে, বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সব উদ্বেগ পর্যালোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের কাছ থেকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন গ্রহণ করা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা এবং ইভেন্টের জন্য উন্নত নিরাপত্তা প্রোটোকলসহ বিস্তারিত অপারেশনাল পরিকল্পনা আইসিসি-কে প্রদান করা হয়েছে। এই সব নিশ্চিততা বারবার প্রদত্ত হলেও, বিসিবি নির্ধারিত সময়সীমার মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি।
আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ অংশগ্রহণের নিশ্চয়তা না দেওয়ায় তারা প্রতিস্থাপক দল বাছাই করার কার্যক্রম শুরু করেছে। টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুসারে স্কটল্যান্ড এই মুহূর্তে বাংলাদেশের বিকল্প হিসেবে সবচেয়ে উপযুক্ত দল হিসেবে নির্বাচিত হয়েছে।
স্কটল্যান্ড বর্তমানে র্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে রয়েছে এবং ইতিমধ্যে টুর্নামেন্টে থাকা সাতটি দল- ন্যামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ), কানাডা, ওমান এবং ইতালির চেয়ে এগিয়ে।
আইসিসি আরও জানিয়েছে, টুর্নামেন্টের সূচীর অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা এবং অংশগ্রহণকারী সকল দলের স্বার্থ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো দলকে নিরাপত্তার অজুহাতে সরানো বা অংশগ্রহণে বাধা দেওয়া হলে ভবিষ্যতে আইসিসি ইভেন্টগুলোর ন্যায্যতা ক্ষুণ্ণ হতে পারত, যা তারা এড়িয়ে যেতে চেয়েছে।
বিডি/এএন

































