পারিবারিক কলহের জেরে যুক্তরাষ্ট্রে নিজের নাবালক সন্তানের চোখের সামনে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন বিজয় কুমার (৫১) নামের এক ভারতীয় নাগরিক। হৃদয়বিদারক এই ঘটনাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে ঘটে।
শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
নিহতদের মধ্যে রয়েছেন বিজয় কুমারের স্ত্রী মিনু ডোগরা (৪৩) এবং তাদের আত্মীয় গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) ও হরিশ চন্দর (৩৮)। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে বিজয়ের ১২ বছর বয়সী সন্তানসহ মোট তিনটি শিশু উপস্থিত ছিল।
সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ঘটনার আগে বিজয় কুমার ও তার স্ত্রীর মধ্যে তীব্র পারিবারিক ঝগড়া হয়। পরে তারা সন্তানকে সঙ্গে নিয়ে আত্মীয়দের একটি বাসায় যান, যেখানে অন্য তিনজন অবস্থান করছিলেন। ওই বাসাতেই একপর্যায়ে গুলিবর্ষণের মাধ্যমে চারজনকে হত্যা করা হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির একটি আলমারির ভেতরে লুকিয়ে থাকা তিন শিশুকে উদ্ধার করে। পুলিশ জানায়, বিজয় কুমারের ১২ বছর বয়সী সন্তানই জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে হত্যাকাণ্ডের বিষয়টি জানায়। শিশুরা শারীরিকভাবে অক্ষত রয়েছে এবং বর্তমানে পরিবারের অন্যান্য সদস্যদের তত্ত্বাবধানে আছে।
এই নৃশংস ঘটনার পর বিজয় কুমারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিভাগের বিবৃতি অনুযায়ী, তার বিরুদ্ধে চারটি গুরুতর হামলার অভিযোগ, চারটি বিদ্বেষমূলক হত্যাকাণ্ড, একটি প্রথম ডিগ্রির শিশুদের প্রতি নিষ্ঠুরতা এবং দুটি তৃতীয় ডিগ্রির শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।
এদিকে আটলান্টায় অবস্থিত ভারতীয় মিশন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।


































