নির্বাচনের আগে জামায়াতের ফের ১১ দলীয় জোট ঘোষণা

নির্বাচনের আগে জামায়াতের ফের ১১ দলীয় জোট ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১৪, ২৪ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে নতুন শক্তি যুক্ত হয়েছে। ‘বাংলাদেশ লেবার পার্টি’ এবার এই জোটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে, ফলে জোটটি আবারও ১১ দলীয় পর্যায়ে পৌঁছেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন, আমরা একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও আধিপত্যবিরোধী দেশ গড়তে চাই।

এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ লেবার পার্টি আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এর ফলে আমাদের জোট এখন আবার ১১ দলীয় হয়েছে।

জোটের অন্য সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে চাই এবং ঐক্য বজায় রাখার লক্ষ্যে কাজ করছি।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সংবাদ সম্মেলনে বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় একজন কর্মী হিসেবে তিনি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন।

তিনি বলেন, দেশের অর্থবহ পরিবর্তন নিয়ে আমরা কাজ করতে চাই, যাতে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হয়। তিনি স্পষ্ট করেছেন যে, কোনো স্বার্থ বা লোভনীয় প্রস্তাবের কাছে মাথা নত করেননি।

উল্লেখ্য, এর আগে জোটটি ১১ দলীয় হিসেবে ঘোষণা করার কথা থাকলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতার অভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।

ফলে জোটটি ১০ দলীয় পর্যায়ে নেমে আসে। গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়ায় এক পথসভায় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ ইতোমধ্যেই নতুন অন্তর্ভুক্তির আভাস দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গেও মন্তব্য করেন মাওলানা এ টি এম মাছুম। তিনি বলেন, বিশ্বের সকল দেশের সঙ্গে সুসম্পর্ক থাকা স্বাভাবিক। তবে জামায়াতের নাম এলেই বিষয়টি ভিন্নভাবে দেখা ‘দুরভিসন্ধিমূলক’ মনোভাবের প্রকাশ।

এই পদক্ষেপের মাধ্যমে জোটটি আগামী নির্বাচনে শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের প্রস্তুতি নিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement