আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স সফলভাবে সম্পন্ন হলো কক্সবাজারে

Published : ১৯:৩০, ১ জুলাই ২০২৫
কক্সবাজার, বাংলাদেশ – ২৯শে জুন, ২০২৫ – আকিজ ইনসাফ গ্রুপের একটি স্বনামধন্য অঙ্গপ্রতিষ্ঠান, আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড, ২৯শে জুন, ২০২৫ তারিখে কক্সবাজারের সি-প্যালেস হোটেলের বলরুমে তাদের বার্ষিক সেলস কনফারেন্স সফলভাবে সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সানশাইন ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, তেল, চাল, ডালসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রয় সংশ্লিষ্ট সকল প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।
সম্মেলনটির মূল উদ্দেশ্য ছিল গত বছরের বিক্রয় পর্যালোচনা করা, ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা, ব্যবসায়িক পরিধি বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করা এবং কোম্পানির নীতিমালার উপর আলোকপাত করা।
অনুষ্ঠানে আকিজ ইনসাফ গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, জনাব শেখ জামিল উদ্দিন, উপস্থিত বিক্রয়কর্মীদের উদ্দেশ্যে একটি উদ্দীপনামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি কোম্পানির সাফল্য অর্জনে বিক্রয় দলের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে তাদের প্রতি উৎসাহিত করেন।
আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনাব অনুপ কুমার সাহা, সম্মেলনে কোম্পানির বিক্রয় পারফরম্যান্সের বিস্তারিত বিশ্লেষণ, ২০২৫ সালের জন্য নির্ধারিত ভবিষ্যৎ লক্ষ্যসমূহ, ব্যবসায়িক পরিসর বিস্তারের পরিকল্পনা এবং প্রাসঙ্গিক নীতিমালা নিয়ে বিশদ আলোচনা করেন।
উল্লেখ্য, আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড ২০১৬ সাল থেকে নারায়ণগঞ্জে অবস্থিত তাদের অত্যাধুনিক ১২০০ মেট্রিক টন দৈনিক উৎপাদন ক্ষমতার ফ্যাক্টরির মাধ্যমে আটা, ময়দা ও সুজি উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই কোম্পানিটি ক্রেতা সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সফলভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আকিজ ইনসাফ গ্রুপ, ম্যানেজিং ডিরেক্টর জনাব শেখ জামিল উদ্দিনের সুযোগ্য তত্ত্বাবধানে, দেশের অভ্যন্তরীণ ও রপ্তানি বাণিজ্যে ভোগ্যপণ্য, বেকারি শিল্প, মুদ্রণ শিল্প এবং টেক্সটাইল শিল্পে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে নিরন্তর অবদান রেখে চলেছে।
BD/S