আন্ডারওয়ার্ল্ডের ফাঁদে পড়েও অটল ছিলেন আমির খান, প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য

আন্ডারওয়ার্ল্ডের ফাঁদে পড়েও অটল ছিলেন আমির খান, প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য

TheBusinessDaily

Published : ২০:২১, ১ জুলাই ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান এক সময় পড়েছিলেন মাফিয়া চক্রের নজরে। নব্বইয়ের দশকের শেষদিকে যখন তার চলচ্চিত্র ক্যারিয়ার ছিল চূড়ান্ত জনপ্রিয়তার শিখরে, ঠিক তখনই আন্ডারওয়ার্ল্ড চক্র তাকে টার্গেট করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, একটি দুবাইভিত্তিক পার্টিতে তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। ওই চক্র বারবার তার সঙ্গে যোগাযোগ করছিল, প্রলোভন দেখাচ্ছিল অর্থের, এমনকি বিভিন্ন সুবিধা দেয়ারও প্রস্তাব দিয়েছিল।

“আমি স্পষ্ট না বলে দিয়েছিলাম,” বলেন আমির। “তবুও ওরা হাল ছাড়েনি। বলেছিল, তোমার যেকোনো কাজ করে দেবে, শুধু একবার পার্টিতে যেতে হবে।”

তাদের এত প্রচেষ্টা সত্ত্বেও নিজের অবস্থানে অটল ছিলেন এই বলিউড তারকা। তার ভাষায়, “আমি সাফ জানিয়ে দিয়েছিলাম, আমাকে মারো, মাথায় আঘাত করো, হাত-পা বেঁধে নিয়ে যাও, তবুও আমি নিজের ইচ্ছায় যাব না।”

এই ঘটনা মাসখানেক ধরে চলেছিল বলে জানান আমির। পরে সেই চক্র তার পিছু ছাড়ে।

তবে ভয় পেয়েছিলেন কি? এমন প্রশ্নে আমির খান বলেন, “নিজের জন্য ভয় পাইনি, ভয় ছিল পরিবারের জন্য। তখন আমার দুটি ছোট সন্তান ছিল, মা-বাবাও আতঙ্কে ছিলেন। কিন্তু আমি তখনো বলেছিলাম, আমি নিজের মতো করে জীবন কাটাতে চাই, যাই হোক।”

সেই সময় বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল তুঙ্গে। অনেক তারকাই তাদের চাপের মুখে নতি স্বীকার করেছিলেন। কিন্তু আমির খান যে সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে ওই সময় নিজের সিদ্ধান্তে অটল থেকেছিলেন, তা আজও বলিউডে এক ব্যতিক্রমী নজির হিসেবে গণ্য হয়।

শেয়ার করুনঃ
Advertisement