শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতের জয়, সমতায় শেষ হলো টেস্ট সিরিজ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতের জয়, সমতায় শেষ হলো টেস্ট সিরিজ

The Business Daily

Published : ১৮:২৫, ৪ আগস্ট ২০২৫

দীর্ঘ পাঁচ ম্যাচের রুদ্ধশ্বাস টেস্ট সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের মাধ্যমে ভারত জয় ছিনিয়ে নেয়, আর তাতেই সমতায় শেষ হলো এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ। দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ, আর একটি ম্যাচ নিষ্পত্তিহীন থেকে সিরিজটি ২-২ ব্যবধানে ড্র হয়। চাপের মুখে ভারতীয় দৃঢ়তা শেষ টেস্টের পঞ্চম দিনে ৩৫০ রানের লক্ষ্য তাড়া করতে নামে স্বাগতিক দল। শুরুটা ছিল আত্মবিশ্বাসী।

কিন্তু ভারতের বোলাররা ধারাবাহিক চাপ সৃষ্টি করে খেলাটি নিজেদের দিকে নিয়ে আসেন। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত স্পিন বোলিংয়ের সামনে এক পর্যায়ে ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। অশ্বিন একাই নেন ৫ উইকেট, যার মধ্যে ছিল গুরুত্বপূর্ণ তিনটি টপ অর্ডার উইকেট।

 শুভমান গিলের ব্যাটে ছন্দ ফেরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুভমান গিল খেলেন ইনিংস সেরা ৯৮ রানের দৃঢ় ব্যাটিং। তাঁর ইনিংসে ছিল ধৈর্য, নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় আগ্রাসন—যা দলের জন্য ভরসা হয়ে দাঁড়ায়। তাঁকে সঙ্গ দেন আজিঙ্কা রাহানে (৪৬) ও ঋষভ পন্থ (৩২), যারা ইনিংস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অধিনায়কদের প্রতিক্রিয়া ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “এই জয় দল হিসেবে আমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে। সিরিজের চূড়ান্ত মুহূর্তগুলোতে যে ধৈর্য ও লড়াই আমরা দেখিয়েছি, তা প্রশংসার দাবিদার।” স্বাগতিক অধিনায়ক বলেন, “আমরা কিছু জায়গায় ছন্দ হারিয়েছি, কিন্তু সিরিজে আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল দুর্দান্ত। ভারতের জয় তাদের প্রাপ্য।

আমরা শিখছি এবং সামনে এগিয়ে যাব।” দর্শকদের অভূতপূর্ব সাড়া সিরিজজুড়ে মাঠে ও টিভি পর্দায় দর্শকদের বিপুল আগ্রহ ছিল লক্ষণীয়। ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের অন্যতম স্মরণীয় ও ব্যালান্সড টেস্ট সিরিজ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে এটি। পরবর্তী চ্যালেঞ্জ সিরিজ শেষ হলেও বিশ্রামের ফুরসত নেই। আগামী মাসেই ভারত ও স্বাগতিক দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে, যেখানে আবারও এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট বিশ্ব।

শেয়ার করুনঃ
Advertisement