ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা বুধবার

Published : ১১:২৯, ২০ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে।
আগামীকাল বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় ঘোষণা করা হবে ছাত্রদলের ডাকসু ও হল সংসদগুলোর পূর্ণাঙ্গ প্যানেল। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল প্রকাশ করা হবে।
মঙ্গলবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যানেল ঘোষণাকে ঘিরে বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
উল্লেখ্য, একদিন বাড়ানো পর মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের সময়। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। তবে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেনি। অন্যদিকে ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন ইতোমধ্যেই প্রার্থী তালিকা ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
BD/AN