ওয়ারীতে এসির বালতিতে পড়ে প্রাণ গেল দেড় বছরের মাহাদীর

ওয়ারীতে এসির বালতিতে পড়ে প্রাণ গেল দেড় বছরের মাহাদীর

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৮, ২০ আগস্ট ২০২৫

রাজধানীতে দেড় বছরের এক শিশুর এসির পানিভর্তি বালতিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ওয়ারীর লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর নাম মাহাদী হাসান (১.৫ বছর)। সে লালমোহন শাহ স্ট্রিটের আবুল বাশারের ছেলে।

শিশুর মামা আলমগীর হোসেন জানান, ঘটনার সময় বাড়ির ৫তলার রান্নাঘরে মা লাকি বেগম রুটি তৈরি করছিলেন। এ সময় হাঁটতে হাঁটতে মাহাদী এসির পানি রাখা একটি বালতিতে পড়ে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলেও চিকিৎসক বাঁচাতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Source: Rtv Online  

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement