কলম্বোর আদালত জামিন দিলেও রাষ্ট্রীয় খরচের অভিযোগ তদন্ত চলবে : রনিল বিক্রমাসিংহের

কলম্বোর আদালত জামিন দিলেও রাষ্ট্রীয় খরচের অভিযোগ তদন্ত চলবে : রনিল বিক্রমাসিংহের

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৪, ২৬ আগস্ট ২০২৫

ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দিয়েছে দেশটির একটি আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) কলম্বোর আদালত সাবেক এই প্রেসিডেন্টকে জামিনের আদেশ দেন। এর আগে, শুক্রবার কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করে। অভিযোগ রয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে যুক্তরাজ্যে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন।

তদন্তকারী সংস্থার বরাত দিয়ে বলা হয়, জি-৭৭ সম্মেলনের জন্য কিউবার হাভানা ও নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদ সফর শেষে তিনি লন্ডনে ব্যক্তিগত সফরে যান। এই সময় সরকারি তহবিল থেকে প্রায় ৫৫ হাজার ডলার খরচ করেছেন।

মঙ্গলবার দীর্ঘ শুনানির পর কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট নিলুপুলি লঙ্কাপুরা রনিল বিক্রমাসিংহেকে মুক্তির নির্দেশ দেন। তাকে ৫০ লাখ শ্রীলঙ্কান রুপি (প্রায় ১৬ হাজার ৬০০ মার্কিন ডলার) বন্ডে জামিন দেওয়া হয়েছে। শুনানির সময় আদালত চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির বিশেষ বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।

জামিন শুনানির সময় বিক্রমাসিংহে ভিডিও লিঙ্কের মাধ্যমে অংশ নেন। বর্তমানে তিনি কলম্বোর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আদালত মামলার পরবর্তী শুনানি ২৯ অক্টোবর নির্ধারণ করেছে।

শুক্রবার গ্রেপ্তারের পর রনিল বিক্রমাসিংহেকে রিমান্ডে রাখা হয়েছিল। সেই সময় তাকে তীব্র পানিশূন্যতা ও গুরুতর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত বছরের সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনে বিক্রমাসিংহে বামপন্থি রাজনীতিক অনুরা কুমারা দিসানায়েকে হারান। নির্বাচিত কোনো পদে না থাকলেও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। দিসানায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি দমনকারী সংস্থাগুলো তদন্ত জোরদার করেছে। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে দেশটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement