কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনে যাচ্ছে এনসিপি প্রতিনিধি দল

কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনে যাচ্ছে এনসিপি প্রতিনিধি দল

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:১৭, ২৬ আগস্ট ২০২৫

চীন সরকারের আমন্ত্রণে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতৃত্ব চীনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আট সদস্যের এ প্রতিনিধি দল এরই মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। সফরের শুরুতেই তাদের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

দলটির ইতিহাসে এটিই প্রথম বিদেশ সফর। সফরে যাচ্ছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসনে, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এনসিপির এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের সঙ্গে চীনের যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এই সফর সেটিকে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও জানান, সফরকালে তারা চীনের দুটি শহর এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। সফরটি সাংস্কৃতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ। একইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও এনসিপি কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় নাহিদ বলেন, “আমরা চাই জুলাই সনদে তার আইনিভিত্তিক গণপরিষদ নির্বাচন ও আইনসভা একই সঙ্গে অনুষ্ঠিত হোক। জুলাই সনদের আইনি ভিত্তি যত দ্রুত নিশ্চিত হবে, নির্বাচনের পথও তত দ্রুত উন্মুক্ত হবে। যদি ফেব্রুয়ারির মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হয়, তবে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত থাকব। কিন্তু এখনো পর্যন্ত জুলাই সনদ নিয়ে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনে গেলে তা প্রশ্নবিদ্ধ হবে।”

অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আধুনিকায়নের অভিজ্ঞতা শেয়ার করতেই এনসিপির নেতাদের এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, এ বছর ইতিমধ্যে বিএনপি ও জামায়াতের নেতারা চীন সফর করেছেন। আজ এনসিপির শীর্ষ নেতারাও যাচ্ছেন। বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement