পীরগঞ্জে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাদক-অস্ত্রসহ আটক

পীরগঞ্জে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাদক-অস্ত্রসহ আটক

পীরগঞ্জ প্রতিনিধি

Published : ২১:৫৫, ২৬ আগস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনুর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিক সহ তার ঘনিষ্ঠকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে পৌর শহরের পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের বথপালিগাঁও এলাকায় এডভান্স এলপিজি স্টেশনের পেছন থেকে এ অভিযান চালিয়ে তাদের আটক করলেও মাদক সম্রাট আরমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদক সম্রাট আরমান ওই এলাকায় প্রভাব বি¯ত্মার করে আসছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হলে তার সহযোগী আশিক ও বাধন পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আটক আশিক পৌর শহরের বথপালিগাঁও মহলস্নার মৃত খলিলুর রহমানের ছেলে এবং বাধন একই শহরের রঘুনাথপুর মহলস্নার মকবুল হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানায়, দেশের বাইরে ফুটবল খেলে মধ্যে চমকও দেখিয়েছেন আশিক। ২০১৯ সাল নেপালে অনুষ্ঠিত হওয়া মালদ্বীপের সাথে বাংলাদেশের খেলায় ৭৫ মিনিটে আশিক মাঠে নেমে একাই ২ গোল দেন। ওই খেলায় ৯-০ গোলে বাংলাদেশ জিতে যায়। সে সময় উদীয়মান ফুটবলার হিসেবে বেশ আলোচনায় আসেন আশিক। কিন্তু পরবর্তীতে নানা কারণে মাঠ ছেড়ে মাদকের জগতে ঢুকে পড়েন।  

সচেতন মহল মনে করছে, জাতীয় দলের সাবেক ফুটবলার আশিকের মতো তরম্নণদের মাদকের পথে যাওয়া সমাজের জন্য বড় ধরনের হুমকি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান , মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটককৃত আশিক ও বাধনকে মাদক সম্রাট আরমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাতেই তাদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকাল ১১ টার দিকে তাদেরকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement