চবি শিক্ষার্থী বনাম স্থানীয়দের সংঘর্ষ,কার্যকর ১৪৪ ধারা

Published : ১৬:১০, ৩১ আগস্ট ২০২৫
চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর হাটহাজারী উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে আজ বিকেল ৩টা থেকে আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।
এই সময়ে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, অস্ত্র বহন কিংবা পাঁচজনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ইউএনও মো. কামরুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এবং অঘটন এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
BD/AN