৫০০ মাইল পাড়ি দিয়ে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার

৫০০ মাইল পাড়ি দিয়ে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার

The Business Daily

Published : ২০:০৩, ২০ জুলাই ২০২৫

মাত্র একটি ভালোবাসার আশায় প্রায় ৫০০ মাইল গাড়ি চালিয়ে ফ্রান্সে পৌঁছান বেলজিয়ামের মিশেল নামের এক ব্যক্তি। উদ্দেশ্য—সমাজ মাধ্যমে পরিচিত হয়ে প্রেমে পড়া ফ্রেঞ্চ মডেল সোফি ভুজেলাউডকে বিয়ের প্রস্তাব দেওয়া। তবে তার এই রোমান্টিক সফর শেষ হয় হতাশা ও লজ্জায়, যখন দরজায় দাঁড়িয়ে তিনি দেখতে পান ভুজেলাউড নয়, বরং তার ৩৮ বছর বয়সী স্বামী ফ্যাবিয়েন বুটামিন। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মিশেল দাবি করেছেন তিনি সোফি ভুজেলাউড নামের এক নারীর প্রেমে পড়েন এবং অনলাইনে কথাবার্তার ভিত্তিতে এখন পর্যন্ত তাকে প্রায় ৩৫ হাজার ডলার পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা কথোপকথন তাকে এতটাই বিশ্বাসী করে তোলে যে তিনি নিজের দেশ থেকে প্রায় ৪৭২ মাইল পথ গাড়ি চালিয়ে প্রেমিকাকে সরাসরি প্রস্তাব দিতে পৌঁছে যান। কিন্তু সবকিছু বদলে যায়, যখন দরজা খুলে দেন ভুজেলাউডের স্বামী ফ্যাবিয়েন বুটামিন।

তিনি প্রথমে পরিস্থিতি বুঝতে না পারলেও, দ্রুত বিষয়টি উপলব্ধি করেন এবং নিজেই ঘটনার ভিডিও ধারণ করতে শুরু করেন। ভিডিওতে বুটামিনকে বলতে শোনা যায়— "একজন লোক আমার দরজায় এসে বলছেন, তিনি সোফির হবু স্বামী! কিন্তু আমি তো তার বর্তমান স্বামী।" মিশেলের বিভ্রান্তি ও উপলব্ধি পরিস্থিতির ব্যাখ্যা দেওয়ার পর মিশেল ধীরে ধীরে বুঝতে পারেন যে তিনি সোফি নামে এক ভুয়া অনলাইন অ্যাকাউন্টের ফাঁদে পড়েছেন এবং তার প্রেম ছিল সম্পূর্ণ কল্পনাপ্রসূত। দূর থেকে ভিডিওতে মিশেলকে হতাশ কণ্ঠে বলতে শোনা যায়: "আমার মনে হয়, সে আমার সঙ্গে নোংরা চালাকি করেছে।

" সোফির প্রতিক্রিয়া ও সতর্কবার্তা পরে প্রকৃত সোফি ভুজেলাউড তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন (ফ্রেঞ্চ ভাষা থেকে অনুবাদিত): "আমি এই লোকটির জন্য খুব দুঃখিত। ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান থাকুন। আমি এই ভিডিওটি বাস্তবতা দেখাতে এবং সবাইকে সতর্ক করতে শেয়ার করছি। নিজের খেয়াল রাখুন।" মিশেলের ভাষ্যমতে, তিনি যে নারীকে টাকা পাঠিয়েছেন তিনি আসলে ২০০৭ সালের সাবেক মিস লিমুজিন ও মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানারআপ সোফি ভুজেলাউড বলেই বিশ্বাস করেছিলেন।

S

শেয়ার করুনঃ
Advertisement