অনিয়মের অভিযোগে শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

Published : ০২:১৭, ২১ জুলাই ২০২৫
ঢাকা শিশু হাসপাতালের ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে হাসপাতালের পরিচালনা বোর্ড। পরিচালনা সংক্রান্ত অনিয়ম ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, এ নিয়োগগুলো ২০২৩ সালের শেষ দিকে সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘন, স্বজনপ্রীতি ও স্বচ্ছতার অভাব ছিল।
এসব অভিযোগ যাচাই করে সম্প্রতি হাসপাতালের পরিচালনা বোর্ড এই নিয়োগগুলো বাতিল করার সিদ্ধান্ত নেয়। পরিচালনা বোর্ডের এক সদস্য জানান, ‘‘জনস্বার্থে এবং প্রতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়েছে।
’’ এদিকে নিয়োগ বাতিল হওয়া চিকিৎসকদের অনেকেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম না ঘটে, তা নিশ্চিত করা হবে।
S