বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:

Published : ১৯:০৯, ১৩ জুলাই ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. জাকির শেখ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৩ জুলাই) দুপুরে তাকে ফরিদপুর আদালতে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জাকির শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

জানা যায়, অভিযুক্ত জাকির শেখ ভূক্তভোগী নারীকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভনে নানা স্থানে নিয়ে যান এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। 

পরবর্তীতে সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখেন এবং সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।

দীর্ঘদিন ধরেই ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি। এ ঘটনায় ভূক্তভোগী নারী গত ২৯ জুন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারায় একটি মামলা দায়ের করেন।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ সজিব বলেন, "ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাকির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর ১৪। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement