মবতন্ত্রে নাজেহাল দেশ: জাপার অভিযোগ

Published : ০০:২৪, ১৪ জুলাই ২০২৫
রংপুর: দেশজুড়ে ক্রমবর্ধমান মব নৃশংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ এখন কার্যত একটি মব রাষ্ট্রে’ পরিণত হয়েছে। মব বনাম সরকার কিংবা মব বনাম রাষ্ট্র এই সংঘাতে বারবার জয়ী হচ্ছে মব, যা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য চরম লজ্জার বিষয়।রোববার (১৩ জুলাই) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।শামীম হায়দার বলেন, আমরা কখনও হিংস্র জাতি ছিলাম না। আমাদের ঐতিহ্য ছিল সম্প্রীতির, কিন্তু এখন মবের আতঙ্কে তা ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার মবতন্ত্র রোধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না। বরং জনগণ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।তিনি আরও বলেন, মিডফোর্ড এলাকায় আনসার ক্যাম্পের একশ গজের মধ্যে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হলো। কেউ তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেনি। এটি স্পষ্ট করে যে প্রশাসনের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। নির্বাচনে সরকার নিরপেক্ষতার প্রাথমিক ধাপই হারিয়েছে’ গভীর সম্পর্ক রয়েছে।
প্রশাসনেও সেই ‘সাজানো ছক’ই চলছে। এর ফলে ভবিষ্যতের নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সরকার এখন এমন এক রাজনৈতিক দলের (এনসিপি) শীর্ষ নেতাদের নিয়োগদাতা হিসেবে কাজ করছে, যারা সরকারে থেকেও নির্বাচন করতে চায়। এ অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সংস্কার নয়, ষড়যন্ত্র চলছে’ দলের অভ্যন্তরীণ বিরোধ প্রসঙ্গে শামীম হায়দার বলেন, দলের চেয়ারম্যান ছাড়া কাউন্সিল ডাকা অবৈধ, অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে
তৃণমূলের মতামত ও প্রেসিডিয়ামের সভার সিদ্ধান্ত অনুযায়ীই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, যারা নিজেদের স্বেচ্ছায় বহিষ্কার করতে চাইছিল, তাদের মাধ্যমে দলে শুদ্ধি অভিযান চালানো হয়েছে। এখন জাতীয় পার্টি আরও সুসংগঠিত, আরও গতিশীল হবে। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি এদিন বিকেলে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুরে এসে জিএম কাদের ও ব্যারিস্টার শামীম হায়দার কবর জিয়ারত করেন সেনপাড়ায়। সোমবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাপা আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।
BD/S