রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি:

Published : ১৯:১৭, ১৩ জুলাই ২০২৫

রংপুর মহানগরী থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীর আলমকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে মহানগরীর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এতে বলা হয়, দায়ের করা এজাহারের ভিত্তিতে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ৪ জুলাই বিয়ের প্রলোভনে জাহাঙ্গীর আলম ভিকটিমকে বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের পেছনের একটি বাড়িতে ডেকে নেয়। 

পরে সুযোগ বুঝে বাড়িটিতে কেউ না থাকার সময় ভিকটিমকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে পরদিন ৫ জুলাই বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর পাঁচ তেপতি পাইকারপাড়া এলাকার মো. মোজাফফর হোসাইনের ছেলে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement