নিরাপত্তাহীনতায় মিটফোর্ড ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

নিরাপত্তাহীনতায় মিটফোর্ড ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

TheBusinessDaily

Published : ২০:৩৫, ১৩ জুলাই ২০২৫

রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, যা মিটফোর্ড হাসপাতাল নামেই পরিচিত, সেখানে চরম নিরাপত্তা সংকটের প্রতিবাদে ‘শাটডাউন’ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ক্লাস, ওয়ার্ড এবং একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। একইসঙ্গে বহিরাগতদের প্রবেশ ঠেকানো, ফুটপাত দখলমুক্ত করা এবং হাসপাতাল চত্বরে আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান তারা।

এদিন নিরাপত্তার অভাবে এক দিনের কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল চত্বরজুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা। চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় স্থানীয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। তাকে দোকান থেকে টেনে এনে শতাধিক মানুষের সামনে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পরদিন থেকেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন।

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে নানা কর্মসূচি পালন করেছেন। তাদের মূল দাবি, হাসপাতাল এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং সোহাগ হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা। নিরাপত্তার প্রশ্নে শিক্ষার্থীদের এই কঠোর অবস্থান প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে চিকিৎসা সেবা ও শিক্ষা কার্যক্রমে স্থবিরতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement