বাংলাদেশের অর্থনীতি নিয়ে সন্তুষ্ট বিশ্বব্যাংক

Published : ২৩:৪৮, ১৩ জুলাই ২০২৫
বাংলাদেশের আর্থিক খাত, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং পেমেন্ট ব্যালান্সের উন্নত অবস্থা সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন করেছে বিশ্বব্যাংক। শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশ সফরে এসে দেশের অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে বেসরকারি খাতের বিকাশ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। তার মতে, অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ভালো অবস্থানে রয়েছে।” এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বব্যাংকের কাছ থেকে চাওয়া সব সহায়তা পেয়েছে। আসন্ন অক্টোবর মাসে বিশ্বব্যাংক-আইএমএফ গ্রুপের বার্ষিক সভায় নতুন ধাপের সহায়তা প্রস্তাব তোলা হবে বলে জানান তিনি।
বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যাংকিং খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এনবিআরকে দুটি পৃথক সংস্থায় ভাগ করার সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকগুলোর পুনর্গঠনের পদক্ষেপে বিশ্বব্যাংক সন্তুষ্ট। তবে এসব পদক্ষেপ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে জানান উপদেষ্টা। অবকাঠামো খাতে সহযোগিতার বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা দিতে সম্মত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন শুল্ক সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে সালেহউদ্দিন জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য বাণিজ্য উপদেষ্টা ও আলোচনাকারী প্রতিনিধিদল দেশের ফেরার পর জানানো হবে।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। এখন পর্যন্ত সংস্থাটি প্রায় ৪৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যার বড় একটি অংশ অনুদান বা স্বল্প সুদে ঋণ হিসেবে প্রদান করা হয়েছে।
BD/S