চাকরি হারালেন এএসপি , গোলাম রাব্বানীর ভাই এএসপি রুহানী বরখাস্ত

চাকরি হারালেন এএসপি , গোলাম রাব্বানীর ভাই এএসপি রুহানী বরখাস্ত

The Business Daily

Published : ২১:১৩, ১৩ জুলাই ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এএসপি) এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানীকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জানানো হয়

প্রজ্ঞাপনে সই করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়, মো. গোলাম রুহানী কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ১১ আগস্ট ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২৩(ছ) ধারায় এটি “পালায়ন” হিসেবে বিবেচিত হওয়ায় তাকে ওই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময় তিনি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে গোলাম রুহানী কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার হঠাৎ অনুপস্থিতি ও বরখাস্তকে ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement