যুক্তরাজ্যে অবৈধভাবে কাজের অভিযোগে ২৮০ আশ্রয়প্রার্থী গ্রেপ্তার

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজের অভিযোগে ২৮০ আশ্রয়প্রার্থী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৮:৪১, ৯ আগস্ট ২০২৫

যুক্তরাজ্যজুড়ে সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন আইন প্রয়োগের অংশ হিসেবে এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালায় দেশটির কর্তৃপক্ষ। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, এ অভিযানে ডেলিভারি কোম্পানিতে অবৈধভাবে কাজ করার অভিযোগে মোট ২৮০ জন আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮৯ জনকে তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানোর জন্য আটক রাখা হয়েছে। এছাড়া ৫৩ জনের আশ্রয় সহায়তা পুনর্মূল্যায়ন করা হচ্ছে, যা বন্ধ বা প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার জানিয়েছে, অবৈধভাবে কর্মসংস্থানে যুক্তদের বিরুদ্ধে আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে সীমান্ত নিরাপত্তা বাজেট থেকে অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে, যা অভিযানের পরিধি ও সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হবে।

এ অভিযানে ডেলিভারি সেবার পাশাপাশি গাড়ি ধোয়া ব্যবসা, রেস্টুরেন্টসহ ৫১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চালানো হয়। এসব প্রতিষ্ঠানের মালিকদের সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়েছে, যা প্রমাণিত হলে তাদের বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে। সীমান্ত নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল বলেন, “অবৈধভাবে কাজ করা শুধু আইন ভঙ্গ নয়, এটি আমাদের সীমান্ত নিরাপত্তাকে দুর্বল করে দেয়।

তাই আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।” আপনি চাইলে আমি এ সংবাদের সঙ্গে প্রেক্ষাপট ও যুক্তরাজ্যের আশ্রয় নীতি সম্পর্কিত বিশ্লেষণও যুক্ত করে দিতে পারি, যাতে এটি আরও তথ্যবহুল হয়।

শেয়ার করুনঃ
Advertisement