দেড় মাস বন্ধ থাকার পর বড়পুকুরিয়া কয়লাখনিতে পুনরায় উত্তোলন শুরু

Published : ১৭:২১, ৯ আগস্ট ২০২৫
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লাখনি বড়পুকুরিয়ায় দেড় মাস বন্ধ থাকার পর ফের উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। খনি কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো কোল ফেজের কয়লা মজুত শেষ হয়ে যাওয়ায় উত্তোলন বন্ধ রাখতে হয়। এই সময়ের মধ্যে নতুন ১৪০৬ নম্বর কোল ফেজে আধুনিক যন্ত্রপাতি স্থাপন, নিরাপত্তা যাচাই এবং প্রাথমিক প্রস্তুতির কাজ সম্পন্ন করা হয়।
খনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ফেজে কয়লা উত্তোলন শুরু হওয়ায় উৎপাদন প্রক্রিয়া আবার স্বাভাবিক হবে। প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা মূলত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে। বর্তমানে কেন্দ্রটি কয়লা সংকটের কারণে সীমিত উৎপাদনে চলছে।
খনি প্রকৌশলীরা জানান, ১৪০৬ নম্বর ফেজের কয়লার মান পূর্বের তুলনায় ভালো এবং এই ফেজে অন্তত কয়েক বছরের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করায় কর্মীদের জন্য কাজের পরিবেশ আরও উন্নত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খনির পুনরায় চালু হওয়ায় শ্রমিক ও সংশ্লিষ্ট খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, অবিচ্ছিন্ন কয়লা সরবরাহ নিশ্চিত হলে বিদ্যুৎ উৎপাদন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
সরকারি তথ্য অনুযায়ী, বড়পুকুরিয়া কয়লাখনি ২০০৫ সালে উৎপাদন শুরু করে এবং তখন থেকে এটি দেশের শিল্প ও বিদ্যুৎ খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস হিসেবে কাজ করছে। নতুন কোল ফেজ চালুর ফলে উৎপাদন ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
A