ক্যালিফোর্নিয়ায় আবারো ভয়াবহ দাবানল, হাজারো মানুষ ঘরছাড়া

Published : ১৮:৫৮, ৯ আগস্ট ২০২৫
ক্যালিফোর্নিয়ার ভেনচুরা ও লস এঞ্জেলেস কাউন্টির সীমান্তবর্তী এলাকায় বৃহস্পতিবার শুরু হয় ভয়াবহ অগ্নিকাণ্ড ‘ক্যানিয়ন ফায়ার’। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আগুন প্রায় ৫ হাজার ৪০০ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, ফলে স্থানীয় প্রশাসন হাজার হাজার বাসিন্দাকে ঘর ছাড়ার নির্দেশ দেয়। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটলেও শুক্রবার রাতের দিকে আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় দমকল বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। ভেনচুরা কাউন্টির তথ্যমতে, শুক্রবার রাত পর্যন্ত আগুনের ২৮ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। তবুও দাবানল সক্রিয় রয়েছে এবং কাস্তাইক অঞ্চলের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। প্রায় চার শতাধিক দমকলকর্মী দিন-রাত আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এসময় একটি পাহাড়ি ঢালে কাজ করার সময় গাড়ি উল্টে এক দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে সান্তা ক্লারিটা শহরের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট (কাল ফায়ার) জানিয়েছে, ক্যানিয়ন ফায়ার রাজ্যের সক্রিয় দাবানলগুলোর একটি মাত্র। রাজ্যের সবচেয়ে বড় দাবানল ‘গিফোর্ড ফায়ার’ ইতোমধ্যে স্যান লুইস ওবিস্পো ও সান্তা বারবারা কাউন্টির প্রায় এক লাখ একর এলাকা পুড়িয়ে দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা দাবানল নিয়ন্ত্রণে আরও চ্যালেঞ্জ তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্যালিফোর্নিয়ায় দাবানলের সংখ্যা ও তীব্রতা বেড়েছে। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে লস এঞ্জেলেসের আলটাডেনা এলাকায় ‘ইটন ফায়ার’-এ অন্তত ৩১ জন নিহত হন এবং হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়।