হোয়াংহো চীনের বেদনা, নাসির উদ্দিন পাটোয়ারী এনসিপির

Published : ১৩:২৩, ১৩ আগস্ট ২০২৫
রাজবাড়ী-২ আসনে নির্বাচনী গণসংযোগকালে মোমিনুল আমিন বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের নতুন বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী যে মন্তব্য করেছেন, তা চীনের হোয়াংহো নদীর দুঃখের মতো তুচ্ছ। তিনি মন্তব্য করেছেন, পাটোয়ারীর আগে কিছু খেয়ে নেয় কিনা তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। মোমিনুল আমিন পাটোয়ারীকে পরামর্শ দেন ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গিয়ে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করাতে।
মোহিমুল আমিন বলেন, নির্বাচনকে কোনো অপশক্তি বানচাল করতে পারবে না। জাতীয়তাবাদী শক্তির অংশ হিসেবে তারা সতর্কভাবে রাজপথে অবস্থান রাখবেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ও শিক্ষার্থী-ছাত্র জনতার অংশগ্রহণ এখনও চলমান, এবং দেশের স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে সচেতন থাকতে হবে।
এনডিএম মহাসচিব বলেন, তার দল জাতীয়তাবাদী শক্তির সঙ্গে হাসিনাবিরোধী আন্দোলনে যুক্ত এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন অব্যাহত রয়েছে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, নির্বাচন পর্যন্ত সজাগ থাকুন এবং দেশের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকারকে শক্তিশালী করুন।
মোমিনুল আমিনের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, দেশের সার্বভৌম সংসদ ও জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক দল দেশের উন্নয়ন ও সংস্কার নিশ্চিত করতে পারবে না। তিনি নির্বাচনী এলাকায় তরুণ সমাজকে সচেতন থাকতে এবং রাজপথে অবস্থান করতে অনুরোধ করেন।
BD/AN