প্রেমিকার সঙ্গে গোপন সাক্ষাতে প্রেমিক ঘুমিয়ে পড়েন, অতঃপর...

প্রেমিকার সঙ্গে গোপন সাক্ষাতে প্রেমিক ঘুমিয়ে পড়েন, অতঃপর...

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৫, ১৩ আগস্ট ২০২৫

ভারতের এক গ্রামে ঘটে এক অদ্ভুত ও মজাদার ঘটনা, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এক তরুণ অন্ধকার রাতে প্রেমিকার সঙ্গে গোপন সাক্ষাতে যান। আচমকাই তিনি প্রেমিকার ঘরেই ঘুমিয়ে পড়েন। কিন্তু পরের সকালে ঘুম থেকে উঠে নিজেকে যে পরিস্থিতিতে দেখেন, তা তাকে অবাক করে। প্রেমিকার পরিবারের সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

ঘটনার পর মেয়েটির পরিবার গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমাধান করে যে, ওই তরুণ এবং তার বান্ধবীর বিয়ে দেওয়া হবে। প্রথমে তরুণটি এ সিদ্ধান্ত নিতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু পরিবারের চাপের মুখে তিনি শেষ পর্যন্ত নতিস্বীকার করেন। পরে যুবক ও তরুণীর বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের পর ফলোআপ ভিডিওতে দেখা গেছে, যুবক জানিয়েছেন, যদিও তার পরিবার এই বিবাহ মেনে নেনি, তিনি তার স্ত্রীকে সঙ্গে রাখবেন। তিনি স্পষ্টভাবে বলেন, যেখানেই থাকুক, তার স্ত্রী তার সঙ্গে থাকবেন।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। অনেকে এটিকে রাতের অপ্রয়োজনীয় সাহসী সিদ্ধান্তের ফল হিসেবে দেখছেন। আবার অনেকে এটিকে সত্যিকারের ভালোবাসার জয় হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়রা মনে করেন, এই ঘটনা গ্রাম্য সামাজিক নিয়ম ও প্রথার সঙ্গে সম্পর্কিত। এটি নতুন প্রজন্মের প্রেম এবং গ্রামের সংস্কৃতির মধ্যে টানাপোড়েনের উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ও তথ্য শেয়ার হওয়ায় অনেকেই বিষয়টিকে আলোচনা ও বিতর্কের মুখে ফেলেছেন।

তথ্যসূত্র জানায়, প্রেমিকের সততা, প্রেমিকের পরিবার ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা মিলিত হয়ে এই ঘটনা একটি আনুষ্ঠানিক সমাধানে পৌঁছেছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement