নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বদলি

Published : ১৯:৪১, ২০ আগস্ট ২০২৫
নড়াইলের কালিয়া উপজেলায় নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে আলোচনায় থাকা উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে অতিরিক্ত কৃষি অফিসার পদে বদলি করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. ছাইফুল আলম স্বাক্ষরিত আদেশে ইভা মল্লিককে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বদলির আদেশ অনুযায়ী, তিনি আগামী ২৭ আগস্ট বর্তমান কর্মস্থল থেকে নতুন কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় ২৮ আগস্ট থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) ধরা হবে।
এর আগে, ইভা মল্লিকের বিরুদ্ধে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত কালিয়ার ১৪টি কৃষক পার্টনার ফিল্ড স্কুলে চরম অব্যবস্থাপনা, কৃষকদের প্রাপ্য নাস্তা ও সম্মানী টাকা হরেকরকম সমস্যা নিয়ে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে সমালোচনার মুখে পড়তে হয়।
জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তার কার্যালয়েও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সার ও বীজ ডিলার শেখ জামিল আহমেদ। এ নিয়ে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন কয়েক দফায় তদন্ত চালায়। ইভা মল্লিক ২০২৩ সালের ১৭ মে কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।
এই বিষয়ে ইভা মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
BD/AN