জুলাই শহীদ পরিবারসহ আহতরা সচিবালয়ে বিক্ষোভ: আসিফ নজরুলের পদত্যাগ দাবি

Published : ১৪:৫২, ১৯ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভে নেমেছেন জুলাই গণহত্যার শহীদ পরিবারের সদস্য ও আহতরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টায় তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে একটি মিছিলের মাধ্যমে সচিবালয়ের ২ নম্বর ফটকের কাছে পৌঁছে সড়ক অবরোধ করেন। এতে সচিবালয়ের সামনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শহীদ পরিবার ও আহতরা অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন। তারা দাবি করেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দ্রুত পদত্যাগ করতে হবে। এছাড়া, বিচারকবৃন্দেরও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি তুলেছেন তারা।
অবস্থানকারীরা নানা স্লোগান দেন, যেমন: ‘পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক, দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’।
এর আগে শহীদ পরিবার ও আহতরা সচিবালয়ের দিকে মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের লাথি এবং গালি দিয়েছে। তবে তারা বলেন, “আমরা ন্যায্য দাবিতে এখানে এসেছি এবং আমাদের দাবি আদায় করেই চলে যাব।”
শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, “এক বছর ধরে আমরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। আইন মন্ত্রণালয় আমাদের সঙ্গে প্রতারণার মতো আচরণ করছে।”
জুলাই আহত আমিনুল ইসলাম বলেন, “আমরা যদি আবার রাস্তায় নামি, ফলাফলের বিষয়ে সরকারের মনে রাখা উচিত। আমরা কাউকে ভয় পাই না।”
শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, “হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে। জুলাই গণহত্যার এক বছর পরে আমাদের আবার রাস্তায় নামতে হচ্ছে। আইন উপদেষ্টার সঙ্গে বহুবার কথা হয়েছে, কিন্তু তিনি বারবার শুধু সান্ত্বনা দিয়ে বিদায় দিয়েছেন।”
পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, আন্দোলনকারীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে সড়ক অবরোধের কারণে সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। তিনি আরও বলেন, “যদি পুলিশ আন্দোলনকারীদের উপর আঘাত হানেছে, আমরা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
BD/AN