টিয়ারশেল-গ্রেনেডের মধ্যদিয়ে শাহবাগে শিক্ষার্থী আন্দোলন দমন চেষ্টা

Published : ১৪:২৩, ২৭ আগস্ট ২০২৫
পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করতে গিয়ে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্ররা পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। এ সময় কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনস্রোত নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
ঘটনাটি দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঘটে। পুলিশী বাধা সত্ত্বেও শিক্ষার্থীরা কিছুক্ষণ উত্তাল হয়ে শাহবাগ এলাকা ঘিরে অবস্থান করেন এবং পরে সেখান থেকে সরে আসেন।
এর আগে শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করেন এবং তাদের দাবির পক্ষে তীব্র স্লোগান দেন। শিক্ষার্থীদের স্লোগানের মধ্যে ছিল: আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম , কোটা না মেধায়, মেধায় মেধায় , সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান , অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই , কোটার নামে অবিচার, বন্ধ করো , কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও”
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো: ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দটি ব্যবহার না করা। ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা। দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।
শিক্ষার্থীদের এই আন্দোলন চলমান থাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগে উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে।
BD/AN