যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রুপা আক্তার গ্রেপ্তার

যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রুপা আক্তার গ্রেপ্তার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫১, ২৭ আগস্ট ২০২৫

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাটুরিয়া থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গওলা নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রুপা আক্তার (৩০) কে গ্রেপ্তার করেছে।

রুপা আক্তার সাটুরিয়া উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি সাটুরিয়া সদর ইউনিয়নের গওলা গ্রামের মজিবুর রহমানের কন্যা।

সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, রুপা আক্তারকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement