ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি বকুল, সম্পাদক মিলন

Published : ২২:৩০, ৩০ আগস্ট ২০২৫
ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের একটি রেস্তোরায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের ঠাকুরগাঁও প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন, অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় দৈনিক প্রথম খবরের জেলা প্রতিনিধি আতাউর রহমান।
এছাড়া নতুন কমিটির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন- দৈনিক আলোর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশ রবিউল ইসলাম রুবেল, পাক্ষিক ম্যাগাজিন নির্ভীক পত্রিকার জেলা সৈয়দ আব্দুল করিম ও দ্য নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ রুবেল রানা ।
কমিটির অন্য সদস্যরা হলেন- সোনালী নিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আল-আমিন, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি এম এ সালাম রুবেল, বিডি২৪ ডট কম এর প্রতিনিধি মিনহাজ আলম,দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলার দূত এর ক্রাইম রিপোর্টার এম এ মোমিন, দৈনিক বাংলার আলোর জেলা প্রতিনিধি রুবেল ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম, ভোরের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রেজা, দৈনিক স্বাধীন ভোর প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক দেশবাংলা উপজেলা প্রতিনিধি অভিষেক চন্দ্র রায়, দৈনিক রূপালী বাংলাদেশ উপজেলা প্রতিনিধি মো: ইলিয়াস আলী, দৈনিক দেশেরপত্র জেলা প্রতিনিধি মো : মুসা সহ অন্যান্য সদস্যরা।
এ সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী ও প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মজিবর রহমান খান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। এই সংগঠনটি ২০২০ সাল থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করে আসছে।
BD/AN