চায়ের দোকান থেকে ধরা পড়লেন জ্বীনের বাদশা

চায়ের দোকান থেকে ধরা পড়লেন জ্বীনের বাদশা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৫

অভিনব কৌশলে প্রতারণা করে কোটি টাকার কাছাকাছি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত ‘জ্বীনের বাদশা’ মো. কামাল উদ্দিন মীরকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাতের অভিযানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড ডাইভারসন রোড এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি।

গ্রেপ্তারকৃত কামাল উদ্দিন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মৃত মুসা মীরের ছেলে।

র‍্যাব জানায়, কামাল উদ্দিনসহ একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অনলাইনে বিজ্ঞাপন দিত। তারা পারিবারিক সমস্যা সমাধান ও বশীকরণের নামে প্রতারণার ফাঁদ পাতত। বিজ্ঞাপন দেখে চট্টগ্রামের ফটিকছড়ির মো. দিদারুল আলম (৪০) তাদের সঙ্গে যোগাযোগ করেন।

প্রতারকরা তাকে আশ্বস্ত করে সমস্যার সমাধানের নামে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৫৩ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে প্রতারণার বিষয়টি টের পেয়ে দিদারুল আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় মামলা হয়।

র‍্যাব কর্মকর্তা শাহরিয়ার রিফাত অভি বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement