নিহতের বিরুদ্ধে পূর্বে ১৮টি মামলা,মোটরসাইকেলে বসানো অবস্থাতেই কুপিয়ে হত্যা

Published : ১৩:২৯, ৩১ আগস্ট ২০২৫
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে মহরম নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। মহরম শ্বশুরবাড়ি কাটাবিল এলাকায় ভাড়া বাস করতেন।
নিহতের বন্ধু অপু জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে তারা রওনা হন। কিন্তু কাটাবিল মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ করেই ২০-২৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা মোটরসাইকেলে থাকা অপুকে ধরে টেনে হিঁচড়ে নামিয়ে আনে এবং চালকের আসনে থাকা মহরমকে মোটরসাইকেলে বসানো অবস্থাতেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে পাশের একটি দোকানে নামিয়ে আরও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা আহত মহরমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মোঃ মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে নিহত মহরমের বিরুদ্ধে পূর্বে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও চুরিসহ মোট ১৮টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ выяс করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
BD/AN