টিকটক প্রেমে প্রবাসীর সংসার ভাঙন!

Published : ১৬:৩২, ৩১ আগস্ট ২০২৫
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চিরিঙ্গা গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেন রাকিবের স্ত্রী স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে টিকটকের মাধ্যমে পরিচিত এক পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন—এমন অভিযোগ তুলেছে রাকিবের পরিবার। রাকিব ২০২১ সালে ভাগ্যের সন্ধানে ওমান পাড়ি জমান।
পরিবারের দাবি, স্ত্রী রেহানা আক্তার (২৩) ঘর ছেড়ে যাওয়ার সময় প্রায় ৫ লাখ টাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছেন। পাশাপাশি সংসার টিকিয়ে রাখার সময়ও তিনি ৩০ থেকে ৩৫ লাখ টাকা অপচয় করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রেহানার পরিবার।
রেহানার মায়ের বক্তব্য, বিয়ের পর থেকেই প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নানা কারণে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তাই পালিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দাবি, বর্তমানে রেহানা চট্টগ্রামে তার ভাইয়ের বাড়িতে অবস্থান করছেন।
ভিডিও কলে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রেহানা বলেন, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি ভাইয়ের বাড়ি চলে এসেছেন। শুধু তাই নয়, স্বামী একাধিকবার ফোনে তাকে তালাক দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাই আর কখনো স্বামীর সংসারে ফিরতে চান না।
অন্যদিকে রাকিবের পরিবার জানায়, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তারা চায় রেহানা আবার ঘরে ফিরে আসুক এবং সংসার টিকিয়ে রাখুক।
স্থানীয়দের বক্তব্য, দুই পরিবারের মধ্যে মতবিরোধ মিটিয়ে ছোট ছোট শিশুদের দিকে তাকিয়ে রেহানার বাড়ি ফেরা দরকার। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর কোনো প্রবাসী যেনো এভাবে হয়রানির শিকার না হন।
BD/AN