ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃ*ত্যু

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃ*ত্যু

ঠাকুরগাঁও: প্রতিনিধি 

Published : ২৩:১০, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের আখানগর ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে  আফিয়া জান্নাত (৪) নামে  ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে ।মঙ্গলবার দিবাগত রাতে  ঠাকুরগাঁও থেকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।বুধবার সকাল ১১ টায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।


মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি একেএম নাজমুল কাদের ।
জানা যায় ,ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের  উত্তর ঝাড়গাঁও ফেলানপুর গ্রামের আসাদুজ্জামান মঙ্গলবার রাতে সপরিবারে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে।ঘুমন্ত অবস্থায় আসাদুজ্জামানের ৪ বছর বয়সের কন্যা শিশুকে বিষাক্ত সাপে দংশন করে।দংশনের প্রায় আধা ঘন্টা পর যন্ত্রনায়এক সময় ব্যাথায় ছটফট শুরু করলে পরিবারের লোকজন জেগে উঠে এবং যন্ত্রনার জায়গায় সাপের হুল ফোটানোর দাগ দেখে তাকে তাৎক্ষনিকভাবে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক এন্টিভেনাম নেই বলে শিশুটিকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।ঠাকুরগাঁও থেকে দিনাজপুর মেডিকেল কলেজ নেওয়ার পথে রাত ১ টার পর রাস্তায় শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর পরই পরিবারের লোকজন শয়স ঘরের মেঝেতে গর্ত উদ্দার করে।
স্বজনদের অভিযোগ, আমরা সময় মতো ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পৌছলেও এন্টিভেনাম না থাকায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়নি।কাজেই চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে।
উল্লেখ্য,ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে এন্টিভেনাম সংকট দীর্ঘদিনের।ইতোমধ্যে চলতি বষঅর্ মওসুমে সাপের কামড়ে ৬ জনের মৃত্য হয়েছে।এ নিয়ে সাপে দংশনের মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭জনে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement