ইসরায়েলের আকাশে সতর্কতা, হুথিদের হামলায় ক্ষেপণাস্ত্র প্রতিহত

ইসরায়েলের আকাশে সতর্কতা, হুথিদের হামলায় ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি, ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৭, ৩ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে রাজধানী তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।    খবর টাইমস অব ইসরায়েল।

আর্মি রেডিওর সাংবাদিক দরন কাদুসের তথ্য অনুযায়ী, সম্প্রতি ইসরায়েলি হামলায় হুথিদের এক শীর্ষ নেতা নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি। তিনি আরও জানান, গত সপ্তাহেই ইসরায়েলকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ছোড়ে হুথিরা। তবে সেগুলো ইসরায়েলে ঢোকার আগেই প্রতিহত করা হয়।

দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, হুথিদের নিক্ষেপ করা কিছু ক্ষেপণাস্ত্রের বিশ্লেষণে দেখা গেছে—এসব হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে। ফলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা গেলেও আংশিক ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে তেল আবিবের দিকে নিয়মিত হামলা চালাচ্ছে হুথিরা। গাজার যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৬৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬১ হাজার। যদিও আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করছে ইসরায়েল।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement