শায়খ আহমাদুল্লাহ: সরকার কাদের খুশি করতে চাচ্ছে, প্রশ্ন গানের শিক্ষক নিয়োগে

শায়খ আহমাদুল্লাহ: সরকার কাদের খুশি করতে চাচ্ছে, প্রশ্ন গানের শিক্ষক নিয়োগে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন এবং সরকারের কাছে প্রশ্ন তুলেছেন, ‘কাদের স্বার্থ রক্ষা করতে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলো।’

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি বহুদিন ধরে সাধারণ মানুষের প্রাণের আকাঙ্ক্ষা। কিন্তু আজও সেটি বাস্তবায়িত হয়নি। অথচ সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।’

তিনি আরও বলেন, ‘এই দেশে কতজন অভিভাবক চায় তাদের সন্তানকে স্কুলে গান শেখানো হোক? মূলত অধিকাংশ অভিভাবক চাইছেন, বিদ্যালয়ে তাদের সন্তানকে গান শেখানো না হোক। দেশের প্রায় সব অভিভাবক তাদের সন্তানদের জন্য প্রাইভেট ধর্মীয় শিক্ষক রাখছেন বা মক্তবে পাঠাচ্ছেন। যদি স্কুলে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক থাকতো, তবে অভিভাবকদের বাড়তি খরচ ও ঝামেলা এড়ানো যেত এবং শিক্ষার্থীর সময়ও বাঁচত।’

শিক্ষার মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্র প্রাথমিক শিক্ষার জন্য প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু শিক্ষার মান ক্রমেই হ্রাস পাচ্ছে। একদিকে অভিভাবকরা বিদ্যালয়ের প্রতি আস্থা হারাচ্ছেন, অপরদিকে কিশোর গ্যাংসহ ভয়াবহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ জরুরি। তবে সেটি না করে কাদের খুশি করার জন্য গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলো?’

শেষে শায়খ আহমাদুল্লাহ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গণমানুষের আকাঙ্ক্ষা উপেক্ষা করে বাইরের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রচলিত পথ পরিহার করুন। দেশের মানুষ চাই পরিবর্তন, যা তাদের নৈতিক ও শিক্ষাগত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement