মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Published : ২৩:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২৫
ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে সীমান্ত দাস নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়িয়া মহল্লায় এই ঘটনা ঘটে। মৃত সীমান্ত ওই মহল্লার মধু দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু সীমান্ত বাড়ির পাশে খেলা করছিলো। খেলতে গিয়ে তার বলটি পাশের ডোবায় পড়লে শিশুটি বল তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুজির এক পর্যায়ে ডোবায় তাকে ভাসতে দেখে উদ্ধার করে। তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, পানিতে ডুবে শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
BD/AN