খুলনায় নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর

Published : ২১:১৭, ৩ সেপ্টেম্বর ২০২৫
খুলনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত ওই কার্যালয়ে প্রবেশ করে ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রধান ফটক, সাইনবোর্ড ও ভেতরের আসবাবপত্রসহ প্রায় সবকিছুই ভেঙে ফেলে দেন।
বিক্ষোভ চলাকালে তারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ প্রশাসন ও জাতীয় পার্টি একত্র হয়ে নুরের ওপর হামলা সংগঠিত করেছে।
ঘটনার পর সন্ধ্যায় ফেরিঘাট মোড়ে অবস্থান নিয়ে গণঅধিকার পরিষদের খুলনা জেলা ও নগর কমিটির নেতাকর্মীরা ব্রিফিং করেন। এসময় মোড়ের ছয়টি সড়ক অবরোধ করে রাখায় যান চলাচলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ব্রিফিংয়ে নেতারা নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
তাদের ভাষ্য অনুযায়ী, নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমে স্পষ্টভাবে হামলার দৃশ্য প্রকাশিত হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা দুঃখপ্রকাশ পাওয়া যায়নি। নেতারা বলেন, শেখ হাসিনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, কারাভোগ করেছি, নির্যাতন সহ্য করেছি। অথচ সেই ত্যাগী বিপ্লবীদের ওপরই এখন সেনা ও পুলিশ হামলা চালাচ্ছে।
গণঅধিকার পরিষদের খুলনা মহানগরের নেতা এসকে রাশেদ অভিযোগ করে বলেন, নুরের ওপর হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।
BD/AN