মার্কিন বাহিনীর অভিযানে ১১ মাদক-সন্ত্রাসীর মৃত্যু, দাবি ট্রাম্পের

Published : ১৭:০৩, ৩ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন এক মাদক চোরাচালানকারী নৌকায় অভিযান চালায়। এ সময় ১১ জন নিহত হয়। ট্রাম্পের দাবি, নিহতরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’র সদস্য ছিল।
ঘটনার একটি সাদা-কালো ভিডিও ফুটেজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, “আমেরিকায় মাদক প্রবেশ করাতে চাইলে যে কেউ সাবধান হয়ে যান।” তবে এ অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
ওভাল অফিসে বিকেলে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প হঠাৎ করেই বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি আরও জানান, অভিযানের সময় তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে অভিযানটি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে সংঘটিত হয়েছে। তবে এর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী, নৌকাটিতে থাকা ব্যক্তিরা আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের চেষ্টা করছিল। ট্রাম্প তাদের “নার্কোটেররিস্ট” বা মাদক-সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন।
BD/AN