অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত: শ্রমিকদের বিরুদ্ধে ৪৮ হাজার মামলা প্রত্যাহার

Published : ২১:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৫
অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী সরকারের সময় শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগ মামলাই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রায় ৪৮ হাজার শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতা এসব মামলার দায়মুক্তি পেয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান এবং বর্তমান সরকারকে ‘শ্রমিকবান্ধব’ আখ্যায়িত করেন।
তিনি লিখেছেন, “৪৮ হাজার শ্রমিক ও ইউনিয়ন নেতার বিরুদ্ধে পুলিশ ও মালিকপক্ষের দায়ের করা সাজানো ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা হয়েছে। যদি এই সরকার শ্রমিক ও নিম্নআয়ের মানুষের পক্ষে না হয়, তবে আর কাকে শ্রমিকবান্ধব বলা যাবে?”
আজাদ মজুমদার আরও বলেন, তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শ্রম খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প পর্যবেক্ষণ করছেন। তার মতে, রানা প্লাজা ধসের পর অ্যাকর্ড ও অ্যালায়েন্স উদ্যোগে কারখানার অবকাঠামো উন্নত হলেও শ্রমিকদের কাজের পরিবেশে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।
তার অভিযোগ, অতি কম মজুরি, দীর্ঘ কর্মঘণ্টা, প্রকৃত ট্রেড ইউনিয়নের অনুপস্থিতি এবং মালিকদের নিয়ন্ত্রিত পিসি কমিটির মাধ্যমে শ্রমিকদের অধিকার বঞ্চিত করা হয়েছে। ন্যায্য দাবির আন্দোলনে তাদের দমন করা হয়েছে, চাকরি হারাতে হয়েছে এবং আইনি হয়রানির শিকার হতে হয়েছে।
তিনি দাবি করেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এই অযৌক্তিক প্রথার অবসান ও শ্রম খাত সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে। তারই অংশ হিসেবে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
BD/AN