হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা: মুহূর্তেই ঝরে গেল দুই প্রাণ

Published : ০০:১৮, ৬ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে রাজধানীতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে।
এতে প্রাণ হারান অটোরিকশাচালক শহিদুল (৫০) ও যাত্রী ইমরান (৪৮)। গুরুতর আহত অবস্থায় রফিক (৫০) নামের আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, হানিফ ফ্লাইওভারে দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে সরাসরি ধাক্কা দেয়। তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলেই চালক শহিদুল ও যাত্রী ইমরান মারা যান।
আহত রফিককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
BD/AN