সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়ছে, ভারী বর্ষণের সতর্কতা

সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়ছে, ভারী বর্ষণের সতর্কতা ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২৫

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ আবার উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

নতুন লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি এবং বইতে পারে অস্থায়ী ঝোড়ো হাওয়া।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) একই ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি ঝোড়ো হাওয়ার সঙ্গে নামতে পারে। পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায়ও একই আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

এরপরের দুই দিন সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ সেপ্টেম্বর)-দেশের আটটি বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এ সময়ে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও ঘটতে পারে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement