জিতুর প্রথম কথা: নিরাপদ ক্যাম্পাস চাই

Published : ২২:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ ৩৩ বছর পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্বাচিত ছাত্র প্রতিনিধি পেল শিক্ষার্থীরা। নানা টানাপোড়েন, বিতর্ক আর উত্তেজনার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। এতে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আবদুর রশিদ জিতু।
ফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিতু বলেন, “৩৩ বছরের প্রত্যাশা আজ পূর্ণতা পেয়েছে। দল-মত নির্বিশেষে সবার সঙ্গে একযোগে কাজ করব।”
নতুন ভিপি হিসেবে নিজের অগ্রাধিকার তুলে ধরে তিনি আরও জানান, “নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা হবে। লেজুড়বৃত্তিক রাজনীতি ও গেস্টরুম সংস্কৃতি থাকবে না।”
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে জিতু পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বিত শিক্ষার্থী জোট–সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৭৯ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদসহ বেশিরভাগ আসনেই জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।
BD/AN