চট্টগ্রামের চন্দনাইশে এক নববধূর রহস্যময় মৃত্যু ঘটনা ঘটেছে। উপজেলার চিড়িংঘাটা এলাকায় শুক্রবার বিকেলে সালিমা সুলতানা সাকি (১৮) নামে ওই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকি ওই এলাকার কামাল উদ্দিনের কন্যা এবং একই এলাকার মো. সাইফুল ইসলামের স্ত্রী।
পরিবারের অভিযোগ, তার স্বামী মো. সাইফুল ইসলামই তাকে হত্যা করে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাকি ও সাইফুলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রায় সাত মাস আগে তারা বিয়ে করেছেন। কিন্তু ছেলেপক্ষ এখনও কনেকে তাদের বাড়িতে তুলে নেনি। বিয়ের পরও স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানিয়েছেন, ঘটনার দিন সাইফুল ইসলাম শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর তিনি চলে যাওয়ার পরপরই সাকিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিকভাবে একটি মামলা প্রস্তুত করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, ঘটনার পেছনে পারিবারিক কলহ এবং স্বামী-স্ত্রীর দ্বন্দ্বই মূল কারণ বলে মনে হচ্ছে। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করার চেষ্টা করছে।