বরিশালে বন কর্মকর্তার ১৭ স্ত্রী একত্র, বিচার দাবিতে মানববন্ধন

বরিশালে বন কর্মকর্তার ১৭ স্ত্রী একত্র, বিচার দাবিতে মানববন্ধন ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে একাধিক বিয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে। তার দুই স্ত্রীসহ স্বজনরা মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে বরিশাল নগরের কাশিপুরে, বন কর্মকর্তার অফিসের সামনে।

ভুক্তভোগীরা জানান, কবির হোসেন পাটোয়ারী চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। তিনি আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় বিয়ে করেছেন এবং প্রতারণার মাধ্যমে নারীদের ক্ষতিগ্রস্ত করেছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগকারী ১৭ জন নারী সনাক্ত হয়েছেন।

সবশেষ খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন কবির। বিয়ের দ্বিতীয় দিন তিনি স্ত্রীর বাবার বাড়ির অংশ লিখে দেওয়ার দাবি করেন। রাজি না হওয়ায় খাদিজাকে বরিশালের সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হয়। খাদিজা অভিযোগ করেছেন, তাঁকে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করা হয়েছে এবং সম্পত্তি না দেওয়ায় নির্যাতন করা হয়েছে।

কবিরের অপর স্ত্রী নাসরিন আক্তারও অভিযোগ করেছেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করা হয়েছে এবং পরে তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। নাসরিন জানান, কবির যেসব জেলায় দায়িত্ব পালন করেছেন, সেসব স্থানে বিয়ে করেছেন এবং পদত্যাগের পর পূর্ববর্তী স্ত্রীদের খোঁজ রাখেননি। তারা জানিয়েছে, এখনও অনেক নারী মানবেতর জীবনযাপন করছেন।

মানববন্ধনে উপস্থিত নারীরা দাবি করেছেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়, আদালত এবং থানায় অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার পাননি। একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেও প্রভাবশালী মহলের সহায়তায় দ্রুত জামিনে মুক্তি পেয়েছেন। ভুক্তভোগীরা বন কর্মকর্তা কবির হোসেনকে বন বিভাগ থেকে অপসারণ এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement