৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের ছবি: বিজনেস ডেইলি

ঠাকুরগাঁও প্রতিনিধি

Published : ১৮:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৬ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ।এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার (১৯ সেপ্ম্বের)  দুপুর ১২ টায় মকবুল হোসেনের বাসার পাশে শিশু কন্যাটি খেলাধুলা করছিল। ওই সময় মকবুল হোসেন শিশুটিকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে  খাবারের প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে । একপর্যায়ে শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে   মকবুল হোসেন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

শিশু কন্যাটিকে তাৎক্ষণিকভাবে  পীরগঞ্জ উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা বেশ আশংকাজনক।এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, মামলা রেকর্ড হয়েছে। আসামী ধরার অভিযান চালানো হচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement