রাজধানীর নানা স্থানে অভিযানে আটক আ.লীগের ৬ নেতাকর্মী

Published : ১৪:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখনো তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় চালানো অভিযানে তাদের ধরা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
BD/AN