উলিপুরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

Published : ১৯:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৫
কুড়িগ্রামের উলিপুরে সাহেরা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে (২২ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের রামদাস ধনিরাম খেয়াড় পাড় গ্রামে। নিহত ব্যক্তি স্থানীয় মৃত নুরুজ্জামানের স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাহেরা খাতুন দীর্ঘদিন ধরেই ব্রেইন স্ট্রোকের কারণে ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। গত রাতের পর ভোরে তার ছোট ছেলে আলমের স্ত্রী রান্নাঘরে গলাকাটা লাশ দেখতে পান। চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন।
খবর পেয়ে উলিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ছেলে আলম বলেন, তার মা এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে পরিবারের প্রচেষ্টায় তা রোধ করা সম্ভব হয়েছিল।
BD/AN