গাইবান্ধা কারাগারে হাজতির মৃত্যু

Published : ১৯:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৫
গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রবিবার দিবাগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি।
দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু বক্কর সিদ্দিক মুন্না ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন শাখার আওয়ামী লীগের (নিষিদ্ধ) সাবেক সহসভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
তিনি গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা ও কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
BD/AN